আজই ইস্তফা দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে পদত্যাগপত্র জমা করবেন তিনি।
এর আগে গত শুক্রবারই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ, ঠিক এক সপ্তাহের মাথায়, আরও একটি শুক্রবার বিধায়ক পদটিও ছাড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা নাগাদ তিনি পৌঁছন বিধানসভায়।
মন্ত্রিসভা থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করে গত শুক্রবার সকালে প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দেন রাজীব। তার পর রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। ঘন্টা খানেক সেই বৈঠকের পর সাংবাদিকদের তাঁর মনের কথা বলতে গিয়েই তিনি কেঁদে ফেলেন। তাঁর কথায়, “আমি কখনও ভাবিনি জীবনে এই দিন আসবে। খুব কষ্ট হচ্ছে।”
রাজীবের কষ্ট ঠিক কোথায় তা পরিষ্কার করেই বলেছিলেন তিনি। তাঁর কথায়, “আমার জীবনে কারও অবদান থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকব।” তার পরই বলেন, তাঁর প্রতি দিদির আচরণেই মনে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেই ক্ষত আড়াই বছরের পুরনো। তাই ভিতর থেকে কুরে খাচ্ছিল তাঁকে।
মন্ত্রী পদ ছাড়া পরেই অনেকের ধারণা হয়েছিল, রাজীববাবুর বিধায়ক পদ ছাড়া এখন সময়ের অপেক্ষা। তেমনটাই হতে চলেছে আজ।