জনগণের স্নেহ ও অনুপ্রেরণা নতুন শক্তি জুগিয়েছে : প্রধানমন্ত্রী

দেখতে দেখতে দ্বিতীয় এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তিও চলে এল। এই বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জনগণের স্নেহ নতুন শক্তি জুগিয়েছে। ইতিমধ্যেই বহু উদ্যোগ, প্রাপ্তি এবং বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এছাড়াও করোনার বিরুদ্ধে জয়লাভ হবেই, আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর গত বছরের ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই দিনকে ভারতীয় গণতন্ত্রের ‘সোনালী অধ্যায়‘ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীর বার্তা, ‘আরও একবার, দেশের ১৩০ কোটি জনগণকে আমার প্রণাম। অন্য সময় হলে, আমি আপনাদের মাঝেই থাকতাম কিন্তু বর্তমান পরিস্থিতি আমাকে সেই অনুমতি দিচ্ছে না। তাই এই চিঠির মাধ্যমে আপনাদের আশীর্বাদ চাইছি।’ প্রধানমন্ত্রী একটু আবেগপ্রবণ হয়েই চিঠিতে উল্লেখ করেন, জনগণের স্নেহ, মঙ্গলকামনা এবং সহযোগিতা নতুন শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০১৪-২০১৯ পর্যন্ত, ভারতের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দরিদ্রদের মর্যাদা বাড়ানো হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি অর্জন করেছে দেশ, বিনামূল্যে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ, সর্বমোট সানিটেশন কভারেজ এবং ‘প্রত্যেকের জন্য বাড়ি’ নিশ্চিত করা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগান তুলে প্রধানমন্ত্রী জানান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এই মন্ত্রের মাধ্যমে এগিয়ে চলেছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.