দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আগামী ১১ মে অর্থাৎ সোমবার দুপুর তিনটের সময় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে যে পঞ্চম বারের জন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সোমবার দুপুর তিনটে সময় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, এর আগে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে চারবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেবারও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হয়েছিল। আশা করা যাচ্ছে এই বৈঠকে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যগুলির প্রশাসনের মতামত জানার জন্য এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ট্রেনের ভাড়া প্রসঙ্গে চূড়ান্ত তরজা শুরু হয়। যার রেশ এখনও কাটেনি।অন্যদিকে, করোনায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট ও তামিলনাড়ু । পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ এখানেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । ফলে এই রাজ্যগুলির ভবিষ্যৎ নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভানেত্রী সোনিয়া গান্ধী রাজ্যগুলিকে বিশেষ প্যাকেজ দেওয়ার দাবি তুলেছিলেন। সোনিয়া গান্ধীর এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আশা করা যায় বৈঠকে এই বিষয়গুলো উঠে আসবে ।