‘পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’, বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রী মোদীর

বুধবার মহা পঞ্চমীতে ট্যুইট করে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানান তিনি।

এদিন তিনি লেখেন বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। দুর্গাপুজো অশুভের পরাজয় ও শুভের বিজয়ের এক পবিত্র উৎসব। ষষ্ঠীর দিন তিনি রাজ্যের সব ভাই বোনেদের শুভেচ্ছা জানাবেন বলে বার্তা দেন।

প্রধানমন্ত্রী মোদী জানান মহাষষ্ঠীর দিন ঠিক দুপুর ১২টায় বাংলার প্রত্যেক মানুষের সাথে পুজোর আনন্দ ভাগ করে নেবেন তিনি। প্রত্যেক মানুষ যেন তাঁর সঙ্গে থাকেন।

উল্লেখ্য, দুর্গাপুজোকেই টার্গেট করেছে গেরুয়া শিবির। আম বাঙালির মন পেতে মহাষষ্ঠীতে বঙ্গবাসীকে ভারচুয়াল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এবার বাংলায় পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ভার্চুয়ালের মাধ্যমে সল্টলেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা যাচ্ছে, সল্টলেকে ইজেডসিসি-র ভিতরে একটি দুর্গাপুজো হয়। মহাষষ্ঠীর দিন রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার পাশাপাশি ইজেডসিসি-র সেই পুজোরও অনলাইনের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, “ইজেডসিসি-র ওই পুজোর সঙ্গে যুক্ত সংস্কৃতি জগতের বহু ব্যক্তিত্ব। সল্টলেকের কিছু বিশিষ্ট মানুষজন এবং বিজেপির সদস্যরাও যুক্ত রয়েছেন ওই পুজোর সঙ্গে। সেই পুজোটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।”

ষষ্ঠীর দিন ইজেডসিসিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতারা। সেখানে হলের ভিতরেই অনলাইনে মোদীর ভাষণ দেখানোর ব্যবস্থা করা হবে। শুধু সেই হলের মধ্যেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে মোদীর ভাষণ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, বাংলার পুজো কার্নিভাল তো সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে৷

যদিও করোনা আবহে এই বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার৷ সব কিছু ঠিক থাকলে আগামী বছর বড় করে পুজো কার্নিভাল করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। জোর লড়াই।

গত লোকসভা নির্বাচনে মাটি আলগা হয়েছে ঘাসফুলের। যদিও আগামী বিধানসভা নির্বাচনের আগে রীতিমত ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। বাংলাজুড়ে সংগঠনকে মজবুত করছেন দলনেত্রী।

তবে তৃণমূলকে একফোঁটা জায়গা ছাড়তে চায় না বিজেপি। বিভিন্ন জেলায় চষে বেড়াচ্ছেন দিলীপ,মুকুল, কৈলাশরা। মানুষের সঙ্গে কথা বলছেন। সেই পালে হাওয়া দিতেই প্রধানমন্ত্রী দুর্গাপুজোকে তুরুপের তাস করেছেন বলে মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.