বিজেপির দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে বুধবার সভা করলেন মিঠুন চক্রবর্তী। সেই সভা থেকে এদিন তৃণমূলকে একহাত নিলেন তিনি। বুধবার তিনি বলেন, ‘১০ বছর আগে যে সরকার ক্ষমতায় এসেছিল তখন পরিবর্তন হয়নি। আসল পরিবর্তন এখন হবে।’এদিন তিনি আরও বলেন, ‘রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদ্যুতের দাম কমবে। মহিলারা বিনা পয়সায় গাড়িতে যাতায়াত করতে পারবেন। মহিলাদের পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই নিঃশুল্ক হবে। যতটুকু করতে পারব, ততটুকু বলব। আমি লালিপপ দেব না। আর আমি চাই সবটাই আমার হাত দিয়ে হোক।’ এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘অনেকেই বলেন যে আমি সুবিধাবাদী। কিন্তু আমি সুবিধাবাদী নই। আমাকে বলা হয়েছিল ভোটে দাঁড়াতে কিন্তু আমি দাড়াইনি।’তিনি আরও বলেন, ‘অনেকেই ভাবছেন এখন সন্ত্রাস করে পার পেয়ে যাবেন। আমি আপনাদের বলছি সন্ত্রাস করে পালিয়ে গিয়ে চাঁদে গিয়ে লুকালেও সেখান থেকে টেনে আনা হবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৩৪ বছরের রাজত্বে কেন্দ্রের বিরোধিতা করা হয়েছে। গত ১০ বছরে তৃণমূল ক্ষমতা চলছে। এক্ষেত্রেও কেন্দ্রের বিরোধিতা করা হয়েছে। তাই এবার একটা সুযোগ এসেছে। কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার হবে এবং ৬ মাসের মধ্যে বাংলার উন্নয়ন হবে।’
2021-03-31