ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা কিংবদন্তির স্বাধীনতা সংগ্রামী লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের লৌহ নেতৃত্ব, কর্তব্য নিষ্ঠা এবং রাষ্ট্রভক্তি সর্বদা আমাদের পথ দেখাবে।
শনিবার রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে দিল্লির সর্দার প্যাটেল চকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব প্রত্যেকেই দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের লৌহ নেতৃত্ব, কর্তব্য নিষ্ঠা এবং রাষ্ট্রভক্তি সর্বদা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। সভায় উপস্থিত প্রত্যেককে রাষ্ট্রীয় একতার শপথ বাক্য পাঠ করান অমিত শাহ।
সেই শপথ বাক্যে বলা হয়েছে, ” আমি সত্য ও নিষ্ঠার সঙ্গে শপথ করছি যে রাষ্ট্রীয় একতা, অখন্ডতা এবং সুরক্ষা বজায় রাখার জন্য সর্বদা সমর্পিত থাকবো। দেশবাসীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। দেশের একতার ভাবনা থেকেই এই শপথ নিলাম। এই ভাবনার প্রতিষ্ঠা করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। নিজের দূরদর্শিতা এবং কার্য পদ্ধতির মাধ্যমে তিনি তা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য নিয়োজিত থাকব। সত্যনিষ্ঠ ভাবে আমি শপথ নিলাম। “
এদিনের অনুষ্ঠানে অমিত শাহ আরও জানিয়েছেন, সংবিধান এবং সনাতন ভাবনার অদ্বিতীয় ভারসাম্যের প্রতীক হচ্ছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। দেশকে ঐক্যবদ্ধ করে রাখার থেকে শুরু করে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ পর্যন্ত নিজের জীবনের প্রতিটা মুহূর্ত ভারতের রাষ্ট্রভাবনা জন্য সমর্পণ করে গিয়েছিলেন।