শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে, দু’ চার দিনেই বিজেপি-তে যোগদান, বড় দাবি মুকুলের

দু’ চারদিনের মধ্যেই বিজেপি-তে যোগদান করবেন শুভেন্দু অধিকারী৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ রাখঢাক না করেই মুকুল রায় জানিয়ে দিয়েছেন, ‘আমাদের সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে৷ দু’-চারদিনের মধ্যেই শুভেন্দু বিজেপি-তে যোগদান করবে৷’

শুভেন্দুর বিজেপি-তে যোগদান নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে৷ কিন্তু নন্দীগ্রামের বিধায়ক নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করায় তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ এতদিন শুভেন্দুকে বিজেপি-তে স্বাগত জানাচ্ছিলেন মুকুল রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা৷ এবার রাখঢাক না করেই মুকুল রায় জানিয়ে দিলেন, বিজেপি-তেই যোগদান করবেন শুভেন্দু অধিকারী৷ তবে শেষ পর্যন্ত শুভেন্দু কী করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের৷

আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সফরে এসে ওই দিনই তাঁর শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা৷ অমিত শাহের উপস্থিতিতেই শুভেন্দু নতুন রাজনৈতিক গেরুয়া শিবিরে নাম লেখান কিনা, তাও নিয়েও জোর রাজনৈতিক জল্পনা চলছে৷

এরই মধ্যে আজ হলদিয়ায় অরাজনৈতিক সভা রয়েছে শুভেন্দুর৷ আজ তাঁর জন্মদিনও৷ সেই সভা থেকে তিনি কোনও বড় ঘোষণা করেন কিনা, সেটাও দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.