রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী| কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তার সাংসদ এলাকায় পা দিয়েই তীব্র আক্রমণ শানালেন দুই নেত্রীর বিরুদ্ধে | দিল্লিতে হওয়া গোষ্ঠী দ্বন্দ নিয়ে প্রশ্ন করা হলে তার সাফ উত্তর, কং নেত্রী সোনিয়া গান্ধী বিজেপি এই দাঙ্গা করাচ্ছে বলে যে মন্তব্য করে তা অত্যন্ত ন্যাক্কার জনক | তাঁর মতে,এই সময় বিরোধী সরকার বলে কিছু হয়না |
দেশের সংকটে সমালোচনা না করে বরং কি করলে ভালো হয় তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করা উচিত সোনিয়ার | সে কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনবেন শাহ,মন্তব্য বাবুলের | সোনিয়ার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমস্যা সমাধান না করে তা আরও বাড়াবে বলে মত তাঁর | রাজ্যে পা দিয়ে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও | তিনি বলেন, সিএএ নিয়ে যখন পশ্চিমবঙ্গ উত্তাল তখন তিনি কি করেছিলেন ? প্রশ্ন বাবুলের |
সে সময় তিনি কি নির্দেশ দিয়েছিলেন শ্যুট অ্যাট সাইট? বাবুলের মতে এই নির্দেশটাই যথেষ্ট | সেখানে গুলি করারও প্রয়োজন নেই | এই নির্দেশ শুনলে হিন্দু বা মুসলিম কেউই ঘর থেকে বেরোতে সাহস পাবেন না বলে তাঁর মত | কিন্তু রাজ্যে সেরকম কিছু করে মোটেই প্রশাসন চায়নি সেই সংঘর্ষ থামাতে | উল্টে কেন্দ্রীয় সরকারের সম্পত্তি নষ্ট হয়েছে বলে নিশ্চিন্তে থেকেছে রাজ্য সরকার | অভিযোগ বাবুল সুপ্রিয়োর |