বন্যা বিপর্যস্ত পাকিস্তানে ত্রাণ সামগ্রী নিয়ে হিন্দুদের বঞ্চনার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ত্রাণের লোভ দেখিয়ে এক হিন্দু যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। সিন্ধ প্রদেশের এই ঘটনার কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গর্জে উঠেছেন নেটিজেনরা।
জানা গেছে, বন্যার কবলে পড়া এক হিন্দু যুবতীকে ত্রাণের লোভ দেখিয়ে দুদিন ধরে তাঁকে গণধর্ষণ করা হয় বলে। এই অভিযোগ সামনে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মানুষের মধ্যে ক্ষোভ চরমে। ইতিমধ্যেই গোটা ঘটনার সমালোচনায় সরব হয়েছেন অভিনেত্রী আয়েশা ওমর।
সূত্রের খবর, দুর্ভোগের কবলে পড়া এক হিন্দু যুবতীকে ত্রাণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে আসে এক অটোচালক। এরপর যুবতীকে জলে কিছু মিশিয়ে খাওয়ায় সে। অভিযোগ, এরপরই দুদিন ধরে তাকে গণধর্ষণ করা হয়। বর্তমানে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতা হিন্দু তরুণী বলেন, ‘এক অটোচালক আমাকে ত্রাণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর সে আমাকে একটি বাড়িতে নিয়ে যায় এবং জল খেতে দেয়। জল খাওয়ার পরেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর দুদিন ধরে আমাকে ওরা গণধর্ষণ করে’। পুলিশ সূত্রে খবর, গণধর্ষণে খালিদ নামে অভিযুক্ত অটোচালকের পাশাপাশি দিলশার নামে আরও এক ব্যক্তি জড়িত রয়েছে। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।