প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়া এবং রাতে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও প্রার্থীদের গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার ভোরবেলায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতা – কর্মীরা।
সাংসদ দেবশ্রী চৌধুরীর অভিযোগ, “নির্বাচনের আগের সারারাত ধরে বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। পাশাপাশি বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট এবং ব্যালট লুঠের ঘটনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা থাকলেও প্রতি বুথে এখনো কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জমা করলেও কোনও সুরাহা হয়নি। জেলাশাসক ও পুলিশ সুপারকে ফোন করলে কেউ ফোন ধরছেন না বলে অভিযোগ সাংসদের।”