নির্বাচনের পর থেকেই দলত্যাগী বিজেপিতে যোগদানকারী তৃণমূল নেতাদের দলে দলে তৃণমূলে ফিরে যাওয়ার হিড়িক শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কেউ চিঠি দিয়ে, কেউ টুইট করে তৃণমূলে ফেরার আবেদন জানাচ্ছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চাইছেন। আর দিনের পর দিন দলে দলে নেতারা বেড়িয়ে যাওয়ার ফলে অস্বস্তিতে বিজেপি। সোমবার তাদের নিয়ে কড়া টুইট বার্তা দিলেন বিজেপির সাধারণ সম্পাদক স্বপন দাশগুপ্ত।
তিনি টুইটে লিখেছেন, যাঁরা রাজনৈতিক দলকে ব্যক্তিগত তৃপ্তির বাহন হিসেবে দেখেন, তাঁদের বিকল্প অন্বেষণের জন্য দরজা সর্বদা উন্মুক্ত আছে। আজই দলবদলুদের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বেশি চর্বি জমে গেলে দেখতে ভালো লাগে না। চর্বি ঝড়ছে এটা ভালো।
যেভাবে দলবদলের হিড়িক লেগেছে তা দিনে দিনে বাড়বে, বিজেপি নেতৃত্ব তা নিঃসন্দেহে বুঝতে পারছেন। আর তাতেই অস্বস্তির মুখে পড়তে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। একুশের নির্বাচনের আগে সংগঠনকে যতটাই মজবুত করতে পেরেছিল বিজেপি এখন তার ঠিক উল্টোটাই হচ্ছে। দলের মধ্যে থেকেও অনেকে জল মাপছেন অনেকে। ধীরে ধীরে বেসুরোদের সংখ্যা বাড়বে তা আন্দাজ করতে পারছেন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার স্বপন দাশগুপ্ত টুইটের মাধ্যমে কড়া বার্তা দিতে চাইলেন। এর ফলে বিজেপির কোনও ক্ষতি হবে না, এমনটাই ইঙ্গিত তিনি দিতে চাইলেন বলে মনে করছেন অনেকে।