প্রার্থী নিয়ে গোঁসা চলছে তৃণমূল শিবিরে। সেই ধাক্কায় মালদহে বিরাট ভাঙনের মুখে শাসক দল। ঘাস ফুল ছেড়ে ফেলে মালদহ জেলা পরিষদ দখল নিতে চলেছে পদ্মফুল। দলছুট তৃণমূলীদের সৌজন্যে এই রাজনৈতিক সমীকরণ আরও অস্বস্তির কারণ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জেলার হবিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছিল সরলা মুর্মু কে। তিনি বিজেপির শিবিরে ঢুকছেন এমন জল্পনার মাঝেই তাঁকে প্রার্থী থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল।
এই বিতর্কের মাঝে এবার মালদহ জেলা পরিষদ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। উত্তরবঙ্গের এই জেলার তৃণমূলের নেতা, নেত্রীরা দলবেঁধে কলকাতায় গিয়ে বিজেপির পতাকা ধরলেন। এই ঘটনার পর তড়িঘড়ি জেলা পরিষদের কর্মাধক্ষ্যদের নিয়ে বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর। এই বৈঠকেও অরাজাকতা দেখা যায় কর্মধক্ষ্যদের মধ্যে।
মালদহ জেলা পরিষদের মোট আসন ৩৮টি। এর মধ্যে ৩৭টি আসনে ভোট হয়। একটি আসনে ভোট হয়নি। ২৯টি আসন পায় তৃণমূল কংগ্রেস,বিজেপি ছয়টি ও দুটি কংগ্রেস। পরবর্তীতে কংগ্রেস থেকে একজন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তৃণমুলের আসন দাঁড়ায় ৩০টিতে।
বিজেপির দাবি সোমবার ১৪জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যার ফলে মালদহ জেলা পরিষদ এবার বিজেপির দখলে আসতে চলেছে। দলে ভাঙন রুক্ষতে বৈঠক ডাকেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী। তৃণমূলের দাবি, বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিক বৈঠকে মৌসম নুর বলেন, দল বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলা পরিষদের ১১জন তৃণমূল সদস্যকে দল থেকে বহিষ্কার করা হল। জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয় জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুম নূর ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী ও জেলা পরিষদের ২০জন সদস্য।
জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম নুর সাংবাদিকদের জানান দল বিরোধী কার্যকলাপের জন্য ১১ জন সদস্যকে ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সাসপেন্ড করা হল। পাশাপাশি বিজেপি মিথ্যা প্রচার করছে জেলা পরিষদ আমাদের দখলে রয়েছে। সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আমরাই এগিয়ে।
জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,আমি আগেই বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা আমরাই জেলা পরিষদ দখল করব।আজকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে জেলা পরিষদের তৃণমূল থেকে বেরিয়ে ১৪ জন বিজেপিতে যোগদান করেছে। সব মিলিয়ে ২১জন জেলা পরিষদের সদস্য বিজেপির হলো। স্বাভাবিকভাবেই মালদা জেলা পরিষদ বিজেপির দখলে রইল তৃণমূলের আর থাকলো না। বিধানসভা ভোটেও মালদায় বিজেপির জয় হবে।