রাহুল সিনহার নির্বাচনে জয়ের ইতিহাস ভালো নয়। তিনি ভোট প্রার্থী হয়ে সফল হননি। বিজেপি-র রাজ্য সভাপতি হিসেবেও রাহুল সিনহা সফল হননি। দিলীপ ঘোষ বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার পর আজ পশ্চিমবঙ্গে বিজেপি-র যে সাফল্য সেটা দিলীপ ঘোষের অবদান। এখানে রাহুল সিনহা দিলীপ ঘোষের কাছে পরাজিত হয়েছেন। তবে তার পরেও দীর্ঘদিন বিজেপি করার ফলে রাহুল সিনহা এবারের হাবড়ার হেভিওয়েট বিজেপি প্রার্থী। তাই এবার প্রশ্ন হাবড়ায় কী রাহুলবাবু জিতবেন? কেননা হাবড়ায় বিজেপি-র প্রার্থী রাহুল সিনহা এবার বিজেপি-র চমক।
মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য় সভাপতি রাহুল সিনহা। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একদা রাজ্য রাজনীতির চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায়ের পদপ্রাপ্তিতে নিজের ক্ষোভ উগরে নিজের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেছিলেন রাহুল সিনহা। রাহুল সিনহা দলের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন। কিন্তু তৃণমূল থেকে আসা আরেক নেতা অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক করার জন্য রাহুল সিনহাকে কেন্দ্রীয় সম্পাদকের পদ ছাড়তে হয়েছে। দলের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ হয়ে রাহুল সিনহা বলেছিলেন , “এতো বছর রাজনীতি কট্রর পর দল আমাকে এই পুরস্কার দিল? তৃণমূল থেকে একজন এলেন তাই আমাকে সরে যেতে হল।”
রাহুল সিনহা তখন বলেছিলেন, “৪০ বছর বিজেপির সেবা ও বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার এটাই পুরস্কার পেলাম যে, তৃণমূল কংগ্রেসের এক নেতা আসছে তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হতে পারে না। আমি এর বাইরে আর কিছু বলব না। পার্টি আমাকে যে পুরস্কার দিল তার পক্ষে বা বিপক্ষে আমি কিছু বলতে চাই না। আমি যা বলব ১০ থেকে ১২ দিনের মধ্যে পার্টিকে বলব। এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা আমি ঠিক করব।”
তখন রাহুল সিনহার এই বিস্ফোরণের পর মনে করা হয়েছিল মুকুল রায় শিবির বঙ্গ বিজেপিতে ধীরে ধীরে আধিপত্য কায়েম করায় ক্ষোভ চেপে রাখতে পারেননি দীর্ঘদিনের দলীয় সৈনিক রাহুল সিনহা। তখন কেউ কেউ ভেবেছিলেন, রাহুল সিনহা হয়তো দল ছেড়ে দিতে পারেন। কিন্তু রাহুল সিনহা দল ছাড়েননি। এবার কী তাহলে বিজেপি রাহুল সিনহাকে প্রার্থী করে পুরস্কার দিল?
তবে রাহুল সিনহা হাবড়ায় জিততে পারবেন কী না সেটা সময় বলবে। কিন্তু আপাতত রাহুল সিনহাকে প্রার্থী করে মুকুল রায় শিবির রাহুল সিনহাকে কিছুটা শান্ত করতে পেরেছে বলে বিজেপি-র একটা মহলের মত । এবার রাহুল সিনহা হাবড়ায় জিতে আসতে পারলে তিনি নিজেই নিজের মুখ রক্ষা করতে পারবেন। বিজেপি-র মতে রাজ্যে বিজেপি-র ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা। তাহলে রাহুল সিনহার জয়টাও সময়ের অপেক্ষা?