ফের আক্রান্ত বিজেপি। গোয়ালপোখর থানার শ্রীপুর গ্রামের এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল সশস্ত্র অবস্থায় হামলা চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়ির সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ ওঠে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করেই এই হামলা।
তবে, বিজেপি কর্মী ও তাঁর পরিবারের ওপর হওয়া হামলায় উত্তপ্ত গোটা এলাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের সনাক্তকরণের চেষ্টা চালানো হচ্ছে।