অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে জয় অথবা পরাজয় হিসেবে দেখা উচিত নয় : মোহন ভাগবত

বহু আইনি লড়াই ও প্রতীক্ষার পর শনিবার অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমিতেই নির্মাণ হবে রাম মন্দির| বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ করার জন্য তিন থেকে চার মাসের মধ্যে ট্রাস্ট বানাতে হবে কেন্দ্রীয় সরকারকে| সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর বিকল্প জমি দেওয়া হবে| বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| আরএসএস-এর সরসঙ্ঘচালকের কথায়, ‘অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে জয় অথবা পরাজয় হিসেবে দেখা উচিত নয়|’ সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি| এই বিষয়টি কয়েক দশক ধরে চলছিল এবং অবশেষে সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে| সুপ্রিম কোর্টের রায়কে জয় অথবা পরাজয় হিসেবে দেখা উচিত নয়| সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই|’ প্রসঙ্গত, আরএসএস ছাড়াও সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে নির্মোহী আখড়া| সুপ্রিম রায়ের পরই নির্মোহী আখড়ার মুখপাত্র কার্তিক চোপড়া জানিয়েছেন, ‘দীর্ঘ ১৫০ বছর ধরে চলতে থাকা আমাদের লড়াইকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, এ জন্য নির্মোহী আখড়া কৃতজ্ঞ|’ কিন্তু, খুশি নয় সর্বভারতীয় মুসলিম পার্সোনাল আইন বোর্ড| অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল আইন বোর্ডের পক্ষ থেকে জাফারিয়াব জিলানি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি, কিন্তু রায়দান সন্তোষজনক নয়| কোথাও কোনও ধরনের প্রদর্শন করা উচিত নয়| আমাদের কমিটি সম্মত হলে রিভিউ পিটিশন দাখিল করব| এটি আমাদের অধিকার এবং সুপ্রিম কোর্টের বিধিও|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.