ভারতের একতা, অখণ্ডতা ও মহান সংস্কৃতিকে শক্তিশালী করেছে সুপ্রিম কোর্টের এই রায় : অমিত শাহ

সুপ্রিম কোর্টের অযোধ্যার মামলার রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীরাম জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি সমাজের সকলস্তরের মানুষকে তা মেনে নেওয়ার আহ্বান করেন।  শনিবার অযোধ্যার মামলার রায় ঘোষণার পর একাধিক ট্যুইট করে অমিত শাহ লিখেছেন, ‘শ্রীরাম জন্মভূমি নিয়ে সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে, তা স্বাগত জানাই। সমাজের সকলস্তরের বিভিন্ন ধর্মের মানুষের কাছে এই রায় মেনে নেওয়ার আহ্বান জানাই। শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার দিকে এগিয়ে যাওয়ার দিকে অবিচল থাকতে হবে।’
সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে তার প্রতি আস্থা প্রকাশ করে অমিত শাহ দাবি করেছেন যে এই রায় আগামীদিনে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রীরাম জন্মভূমি নিয়ে বহু দশকের আইনি জটিলতা অবশেষে সমাধান হল। পাশাপাশি দেশের সাধুদের অভিনন্দন জানিয়ে অমিত শাহ অপর ট্যুইটে লিখেছেন, ‘শ্রী রামজন্মভূমি নিয়ে সাধুসন্তদের নিরুবিচ্ছিন্ন আন্দোলনকে সম্মান জানাই।’ উল্লেখ্য দীর্ঘ পাঁচ শতাব্দীর টানাপোড়েনের অবসান করে  শনিবার অযোধ্যা মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি শরদ অরবিন্দ বোবদে, বিচারপতি এস আব্দুল নাজির, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় যে অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমিতেই নির্মাণ হবে রাম মন্দির| মুসলিমরা মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই বিকল্প ৫ একর জমি পাবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.