শুক্রবার থেকে সিবিআই রাজীব কুমারের খোঁজ চালালেও এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। রাজীব কুমারের খোঁজে নবান্ননেও গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তবে কীভাবে, কোথায় খোঁজ পাওয়া যেতে পারে রাজীব কুমারের অনেকেই প্রশ্ন করছেন। প্রাক্তন আইপিএস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলা ভারতী ঘোষ এর হদিশ দিয়েছেন। তিনি বলেছেন, দিদিকে বলোতে ফোন করলেই রাজীব কুমারের খোঁজ পাওয়া যাবে।
সিবিআই কর্তাদের কাছে ভারতী ঘোষের প্রস্তাব দিদিকে বলোতে ফোন করুন তাঁরা। জিজ্ঞাসা করুন রাজীব কুমার কোথায় আছেন। তাহলে একসেকেন্ডের মধ্যেই জানা যাবে রাজীব কুমার কোথায় আছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই রাজীব কুমারের পার্কস্ট্রিটের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারের বাড়িতে গেলেও রাজীব কুমারকে পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমারের স্ত্রীর হাতেই নোটিস ধরানো হয়। রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর দুই আধিকারিক। রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই এদিন তৎপরতা শুরু হয়। রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর তিন আধিকারিক। চারটি চিঠি ছিল তাদের হাতে। ১৫ মিনিট অপেক্ষার পর তারা ভিতরে ঢোকেন। বেরিয়ে আসার পর জানান ডিজির অফিস দুটি চিঠি গ্রহণ করেছে। চিঠিতে রাজীব কুমারের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়েছে। কেননা আইপিএস অফিসাররা ছুটি নিলে তিনি কোথায় যাচ্ছেন তা উল্লেখ করতে হয়। সূত্রের খবর অনুযায়ী সিবিআই তাই জানতে চেয়েছে।