পদ্মার চরে ঘাস কাটতে যাওয়ার ‘শাস্তি’, ৫ যুবককে উলঙ্গ করে মার BSF জওয়ানদের

বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিএসএফ (BSF) জওয়ানদের নির্যাতনের শিকার হলেন পাঁচ যুবক। অভিযোগ, ওই পাঁচ যুবককে বিবস্ত্র করে বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। শেষে আহত অবস্থায় তাঁদের রাস্তায় ফেলে পালায় জওয়ানরা। পরে পুলিশ ওই পাঁচ যুবককে আহত অবস্থায় সাঁদিখারদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক চারজনকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জলঙ্গির সুধীর সাহার মোড়ে করিমপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে জলঙ্গির বিশ্বাস পাড়ার মাঠে

স্থানীয় সূত্রে খবর, পাঁচ বন্ধু মিলে সীমান্ত লাগোয়া পদ্মার চরে ঘাস কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে তাঁদেরকে দেখতে পেয়ে ডেকে পাঠায় জলঙ্গি বিওপি’র ১৪১ নং ব্যাটেলিয়নের বিএসএফের কর্তব্যরত জওয়ানরা। যুবকরা সেখানে যেতেই মারধর শুরু হয়। তাঁদের অপরাধে কী জানতে চাইলে অত্যাচার আরও বেড়ে যায় । মারধরের পর তাঁদের কাছে থাকা আধার কার্ড, ভোটার কার্ডও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জলঙ্গি’র ওসি উৎপল কুমার দাস-সহ বিশাল পুলিশ বাহিনী যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা প্রসঙ্গে নির্যাতিত রফিকুল মণ্ডল, রাসেদুল শেখ, মুক্তার মণ্ডল, লালন সেখ ও ফারুক সেখরা বলেন, “পদ্মার চরে ঘাস কাটতে গিয়েছিলাম। সেখানে এভাবে অত্যাচারিত হতে হবে, তা স্বপ্নেও ভাবিনি। আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি।”

এই ঘটনায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনায় বিএসএফ কোনও মন্তব্য করতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.