এখন পাকিস্তান চারীদিক থেকে ঘিরে পড়েছে। UNSC তে ভারতের কাছে ঝটকা খাওয়ার পর এবার আফগানিস্তানের কাছে ঝটকা পেতে চলেছে পাকিস্তান। আফগানিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে আতঙ্কবাদ ছড়ানো ও আক্রমনের অভিযোগ তুলেছে। আফগানিস্তান এখন ইউএনএসসিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে। আফগানিস্তানের অভিযোগ , পাকিস্তান তার শহরগুলিতে ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে। আফগানিস্তান বলেছে যে পাকিস্তান সীমান্তে সীমান্তবর্তী আফগানিস্তানের শহরগুলিতে ধারাবাহিকভাবে গোলাবাজি করছে।
আফগানিস্তান এখন ইউএনএসসির কাছে পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। আফগানিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী ১৯ ও ২০ শে আগস্টের মধ্যে সীমান্ত প্রদেশের শহরগুলিতে 200 টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। আফগানিস্তান বলছে, বারবার আবেদন করা সত্ত্বেও পাকিস্তানের পক্ষ থেকে আক্রমন করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে অবিলম্বে ব্যাবস্থা নেওয়া দরকার।
আফগানিস্তান ইউএনএসি-তে পাকিস্তানে লাগাম চাপানোর অনুরোধ করেছে। জানিয়ে দি কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারতের উপর আক্রোশিত রয়েছে। UNSC পর্যন্ত পাকিস্তান এই ইস্যু নিয়ে যাওয়ার পরও কোনো লাভ মেলেনি। এখন কাশ্মীর বিশ্বসমুদায়ের কাছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাকিস্তানের মধ্যেই ইমরান খানের থু থু হতে শুরু হয়েছে। যার জন্য পাকিস্তান ভেতর থেকে ভাঙার উপক্রম হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আর্থিক ব্যাবস্থাও ভেঙে পড়েছে। পাকিস্তান ইসলামিক দেশগুলির কাছে হাত পেতেও কোনো লাভ পায়নি। চীন ও পাকিস্তানে তার ইনভেস্ট অর্ধেক করে দিয়েছে। যার জন্য রীতিমতো সমস্যায় পড়েছে পাকিস্তান। এমতো অবস্থায় আফগানিস্তানের তরফ থেকে আসা চাপ পাকিস্তানের দুর্দিনের চরম সীমা ডেকে আনতে পারে।