দিল্লীর (Delhi) নিজামুদ্দিন (Nizamuddin) মার্কাজের থেকে যে সাধারণ মানুষজন শিক্ষা নেয়নি, মুর্শিদাবাদের ঘটনায় তা স্পষ্ট। লক ডাউনে জমায়েতের নির্দেশ উপেক্ষা করে হাজার লোকের বেশি মানুষ ভিড় করলেন মসজিদে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। তারপর সঙ্গে সঙ্গে মসজিদ খালি করানো হয়। ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা (Boronjha) থানার অন্তর্গত গোপিপুর মসজিদের।
জানা গিয়েছে, গতকাল জুম্মার নামাজের জন্য প্রচুর মুসলমান জড়ো হয়েছিলেন মসজিদে। কিন্তু করোনা যাতে সংক্রমণ না হয়, সেজন্য জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ছিলই। কিন্তু সেসব নির্দেশ না মেনেই গোপিপুর (Gopipur) মসজিদে জড়ো হয়েছিলেন হাজারখানেক মানুষ। ঘটনার খবর পেয়ে কান্দির এসডিপিও কুমার সানি রাজ বিশাল পুলিশবাহিনী নিয়ে মসজিদ চত্বরে পৌঁছান। পুলিস দাঁড়িয়ে থেকে মসজিদ থেকে নামাজি জনতাকে বের করে। সেইসঙ্গে ইমামকে ডেকে সতর্ক করা হয় যে আগামী দিনে যদি জমায়েত হয়, তাহলে আইনি ব্যবস্থা নেবে পুলিস। স্থানীয় কিছু বাসিন্দার বক্তব্য, মসজিদের নামাজে এলাকার সব মুসলিম যোগ দেয়নি। কিছু জন সরকারি নির্দেশ উপেক্ষা করেই জুম্মার নামাজ যোগ দিয়েছিলেন। সেইসঙ্গে তাঁরা জানিয়েছেন পুলিসের ভূমিকায় তারা খুশি।