১৬-১৭ জুন ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক প্রধানমন্ত্রীর

ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কালনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ১৬ ও১৭ জুন দিল্লি থেকে দেশের সমস্ত অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৬ জুন বিকেল ৩টেয় পাঞ্জাব, কেরল, উত্তরাখণ্ড, অসম, ছত্রিশগড়, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, চন্ডিগড় গোয়া, মনিপুর, নাগাল্যান্ড, লাদাখ, পন্ডিচেরি মেঘলয়া, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, সিকিম, লাক্ষা দ্বীপের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর।

পরদিন বাকি ১৫টি সঙ্গেও একই ভাবে বৈঠক করবেন তিনি। পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা ও ওড়িশা। প্রধানমন্ত্রীর দুদিনের বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে। কারণ, চলতি মাসে আনলক ওয়ানের মাধ্যমে লকডাউন তোলার পর থেকেই করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন বৃদ্ধি পেয়েছে দ্রুত গতিতে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী পরবর্তী রণনীতি ঠিক করতে চান বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল।

আড়াই মাসের লকডাউন এরপর আনলক ফেজ ওয়ানের মাধ্যমে শুরু হয়েছে দেশের কাজকর্ম। তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ও সিনেমা হল সহ বেশ কিছু জায়গায় এখনও বন্ধ রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত জায়গা খোলা যায় কিনা তা নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে প্রধানমন্ত্রীর বৈঠকের ডাক দেওয়ার পর সবার নজর সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.