লক ডাউন (Lock down) সত্বেও নামাজের জন্য জড়ো হলেন কয়েকশ মানুষ। বাধা দেওয়ায় পুলিসের ওপর হামলা চালালো নামাজের জন্য জড়ো হওয়া মুসলিম জনতা। তাদের ছোঁড়া ইটের আঘাতে কয়েকজন পুলিসকর্মী গুরুতর আহত হন। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এলে তাঁরা পালিয়ে যায়। তবে কয়েকজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিস।
জানা গিয়েছে, গতকাল নামাজের জন্য উত্তর প্রদেশের (Uttar Pradesh) কনৌজ (Konoj) -এর জামা মসজিদে কয়েকশ মানুষ নামাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় পুলিস চৌকির দায়িত্বপ্রাপ্ত অফিসার ও আরও তিনজন পুলিসকর্মী ঘটনাস্থলে যায়। তাঁরা গিয়ে নামাজের জমায়েত খালি করে অল্প কয়েকজনকে মসজিদে থাকতে বলেন। কিন্তু সে নির্দেশ মানেনি তাঁরা। উল্টে মসজিদ থেকে ইট-পাথর ছোঁড়া হতে থাকে পুলিসকর্মীদেরকে লক্ষ্য করে। তাদের ছোঁড়া ইটের আঘাতে কয়েকজন পুলিসকর্মীরা মাথা ফেটে যায়। অনেকে শরীরে আঘাত লাগে। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে জমায়েত হওয়া মানুষেরা পালিয়ে যায়। তবে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস তদন্ত চালিয়ে মসজিদের ছাদ থেকে প্রচুর ইট-পাথর উদ্ধার করেছে পুলিস।