১৫ জুলাই পর্যন্ত দেশে আন্তর্জাতিক যাত্রী বিমান ওঠানামা বন্ধ রাখল কেন্দ্র। গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই নিষেধাজ্ঞার মিয়া জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। তবে কার্গো বিমান ওঠানামার ক্ষেত্রে এই বিধি কার্যকরী নয়। এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে প্রবেশ করেছিল বিদেশি বিমান মারফত। এমনটাই অনুমান চিকিৎসক মহলের। তাই আপাতত এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। যদিও ঘরোয়া বিমান খুব অল্প সংখ্যায় চালানো হচ্ছে।
করোনা সংক্রমণ পরিস্থিতি (Covid-19) বিচার করে মার্চের শেষ সপ্তাহ থেকে দেশে যাত্রী বিমান ওঠানামা বন্ধ ছিল। ২৫ মে থেকে ঘরোয়া ওঠানামার ওপর নিয়ন্ত্রণ উঠলেও, আরও কয়েকদিন বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান (Commercial International Flight)। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে এমনটাই খবর। ডিজিসিএ’র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব আন্তর্জাতিক যাত্রী বিমান ওঠানামা বন্ধ থাকবে। শুধু বিশেষ সুপারিশ মেনে বাছাই করা কয়েকটি রুটে এই বিমান চলবে। প্রসঙ্গত, ১২ আগস্ট পর্যন্ত ঘরোয়া রেল চলাচল বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার।