ইমরান খানের উপর রেগে লাল পাকিস্তানের জনতা! দুবেলা রুটি জুটছে না বলে দাবি পাক জনতার।

আর্থিকদিক দিয়ে ভেঙে পড়া পাকিস্তান নিজের পায়ে দাঁড়ানো তো দূর, উল্টে কাশ্মীর ইস্যু তুলে নিজের পায়ে কুড়ুল মেরেছে। পাকিস্তান ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দিয়েছে। ফলস্বরূপ পাকিস্তানের ফল, সবজির বাজারে আগুন লেগে গেছে। পাকিস্তানের সাধারণ ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণত জনতা পাক সরকারকে গালি গালাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। ইমরান খান ক্ষমতায় আসার আগে অনেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইমরান খান বলেছিলেন, নতুন পাকিস্তান গড়ে তোলা হবে।

এখন নতুন পাকিস্তান তো দূর, পুরানো পাকিস্তান পাবার জন্য পাকিস্তানিরা কান্নাকাটি করছে। ভারত সম্প্রতি জম্মু-কাশ্মীর থেকে ধারা 370 তুলে নিয়েছে। যার জন্য পাকিস্তানের বিড়বিড় চরম সীমায় পৌঁছে গেছে। এখন পাকিস্তানের জনতা ইমরান খানের উপর পাল্টা আক্রোশিত হয়ে উঠেছে। কারণ ইমরান খান নতুন পাকিস্তানে তৈরির আশা দেখিয়েছিলেন। আর এখন লক্ষ লক্ষ পাকিস্তানির দু বেলা খাবার পর্যন্ত জুটছে না।

https://twitter.com/erbmjha/status/1163071517715918848

এখন পাকিস্তানের জনতা বলেছে দুটো রুটি পেলে বাঁচা যায়। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন আমরা এমন পাকিস্তান গড়বো যেখানে বাইরের দেশের লোক কাজ করতে আসবে। কিন্তু এখন ল
পাকিস্তানের লোকজন দেশ ছেড়ে বাইরের দেশে চলে যেতে বাধ্য হচ্ছে। পাকিস্তানের রাজনীতি মূলত কাশ্মীরকে কেন্দ্র করে ঘুরপাক খায়। কিন্তু এবার সেটাতেও ভারত পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিয়েছে। আজ ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এবার পাকিস্তানের সাথে কখনো বার্তা হলে জম্মু-কাশ্মীর নয় শুধু POK নিয়ে হবে। অর্থাৎ এবার POK নিয়েও চরম দুশ্চিন্তায় ভুগছে পাকিস্তান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.