বাস সংগঠনগুলির মালিকদের দুর্দিনে যদি রাজ্য সরকার সদিচ্ছার হাত বাড়িয়ে না দেয় তাহলে খুব সমস্যা পরতে হবে বলে মত প্রকাশ করলেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের (Joint Council Of Bus Syndicate) কর্মকর্তা তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee)। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, যেভাবে ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় বাস মালিকদের অনেক লোকসান হয়েছে । আবার যে সমস্ত শ্রমিকরা এই পরিবহনের সঙ্গে জড়িয়ে আছে তাদেরও অনেক আর্থিক অভাব দেখা দিয়েছে। এমতাবস্থায় রাজ্য সরকার যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে বাস মালিকরা চরম সমস্যার সম্মুখীন হবেন।
বুধবার পরিবহন সচিবের সঙ্গে তারা একটি বৈঠক করেন । বৈঠকে তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন এবং সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকেই সমস্ত বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় । এদিন সকাল থেকেই কলকাতা শহরে বেশ কিছু বেসরকারি বাস নেমেছে তবে অনেকে এদিন বাস নামাতে পারেননি । তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, অনেক বাসের কর্মচারী তারা শহর কলকাতায় কাজ করে পয়সা পাচ্ছে না বলে নিজের গ্রামে ফিরে গেছেন। আবার কেউ কেউ অন্যান্য পেশায় যুক্ত হয়েছেন । আবার অনেক বাস মালিকদের আর্থিক অভাব থাকায় গাড়িতে নামাতে পারনি। আগামীকাল অন্যান্য বাস সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee)। তারপর সিদ্ধান্ত নেবেন আগামী দিনে কি করা যায়।