মিলছে না ঠিকঠাক খাবার এবং জল, এই অভিযোগে কোভিড কেয়ার সেন্টার ভাঙচুর করে জাতীয় সড়ক-৩১ অবরোধ করেছেন ১০০ জনের বেশি করোনা রোগী। এমন ঘটনা ঘটেছে অসমের কামরুপ জেলায়।
কামরুপের ডেপুটি কমিশনার কৈলাস কার্ত্তিক এবং আরও পুলিশ চাংসারির ঐ কোভিড কেয়ার সেন্টারে পৌঁছে যান। রোগীদের রাস্তা খালি করে দেওয়ার জন্য অনুরোধ জানান এবং নির্দিষ্টস্থানে ফিরে যাওয়ার কথা জানান। সব সমস্যা মেটানো হবে কথা বলে, এমন আশ্বাস দেওয়া হয়েছে।
করোনা আবহ এমন ঘটনা বেশ আতঙ্কের সৃষ্টি করেছে। তবে প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে আবারও কোভিড সেন্টারে ফিরে গিয়েছেন তাঁরা।
রোগীরা অভিযোগ জানিয়েছেন, খাবার এবং জলের অভাবের পাশাপাশি হাসপাতালের বিছানাগুলিও যথেষ্ট ভালো নয় বলেই জানা গিয়েছে। এমনকি ১০-১২ জনকে একটি ঘরে রাখ হয়েছিল বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের এই সকল অভিযোগ লিখিতভাবে নেওয়া হবে বলেও জানাও হয়েছে, বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যে সকল রোগিরা ব্যবস্থাপনায় খুশি নন তাঁরা হোম কোয়ারেন্টাইনে যেতে পারেন। “আমরা এখানে রোগীদের সুস্থ করতে এবং তাঁদের দ্বারা আর কেউ যাতে সংক্রমিত না হয়ে যান সেই কারণে রাখা হয়েছে। তাঁদের পছন্দ না হলে তাঁরা হোম কোয়ারেন্টাইনে যেতে পারেন”, শর্মা জানান।
স্বাস্থ্যকর্মীরা সারা দিন-রাত একসঙ্গে কাজ করছেন সেক্ষেত্রে তাঁদের দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।