রাজ্য বিজেপির সাংগঠনিক পদে কিছুটা পরিবর্তন আনা হল। বিজেপির নতুন সহকারী সাধারণ সম্পাদক (সাংগঠনিক) হলেন অমিতাভ চক্রবর্তী।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক পদে ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়। সাংগঠনিক পদটি বিজেপির অন্দরে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতদিন এই পদে সহকারী হিসেবে কেউ ছিলেন না। এই প্রথম রাজ্য বিজেপিতে সহকারী নিযুক্ত হলেন অমিতাভ চক্রবর্তী। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্তও ছিলেন। পরবর্তীকালে সঙ্ঘের কার্যকলাপের সঙ্গে যুক্ত হন তিনি।