মুম্বই: গাড়ির বাজারে মন্দা এখনও চলছে। তবে দামের ক্ষেত্রে বড় ছাড় এবং দীর্ঘমেয়াদি গ্যারান্টির মতো সুবিধা দিয়েও বিক্রি বাড়াতে পারেনি মারুতি, মাহিন্দ্রা, টাটা মোটরস, টয়োটার মতো গাড়ি সংস্থাগুলি। উল্টে এখন তারা ঠিক করেছে, নতুন বছর থেকে গাড়ির দাম বাড়িয়ে দেবে।
মঙ্গলবার শেয়ার বাজারগুলিকে এক বিজ্ঞপ্তি দিয়ে মারুতি জানিয়েছে, কাঁচামাল সহ উৎপাদনের বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় আগামী জানুয়ারি মাস থেকে সংস্থাটি বিভিন্ন গাড়ির মডেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, কোন মডেলের দাম কত বাড়বে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি।
এদিকে অন্য গাড়ি সংস্থাগুলিও এ ব্যাপারে মারুতির পথে হাঁটবে বলে মনে করছে । কেবল হুন্ডাই মোটর এবং হোন্ডা কারস অবশ্য জানিয়েছে, তারা জানুয়ারি থেকে গাড়ির দাম না বাড়িয়ে আগামী এপ্রিল মাস থেকে তাদের বিএস-সিক্স মানকের গাড়ির দাম বাড়াবে।
টয়োটা কির্লোস্কার মোটরের কর্তা জানিয়েছেন, তাদের সংস্থাও দাম বাড়ানোর কথা ভাবছে৷ আপাতত কত বাড়ানো হবে সে বিষয়ে হিসেব নিকেশ চলছে৷ চলতি মাসেও কিছু ছাড় দিয়ে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে টাটা মোটর্স ৷ কিন্তু বাকিরা দাম বাড়ালে তারাও যে বসে থাকবে না তা বলে জানিয়েছে টাটা মোটর্স ৷ আবার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এক কর্তাও জানিয়েছেন, জানুয়ারি থেকে দাম বাড়ানোর কথা ভাবা হচ্ছে ৷ তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷