আইফেল টাওয়ারের থেকে উঁচু রেল-সেতু তৈরি হচ্ছে ভারতে: রইল ১৫টি অজানা তথ্য

শীঘ্রই কাশ্মীরের চেনাব নদীর উপর দিয়ে তৈরি হবে বিশ্বের উচ্চতম রেলসেতু। আইফেল টাওয়ারের থেকেও বেশি উঁচু ওই সেতুর উপর দিয়ে ছুটবে ট্রেন। বিশ্বের সব রেকর্ড ভেঙে এই সেতু তৈরি করছে ভারত। বিশ্বের আর কোনও দেশে এত উঁচু রেল সেতু নেই। জেনে নিন সেই সেতু সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:

1. জার্মানি ও ফিনল্যান্ডের সংস্থা এই রেল সেতুর ডিজাইন করে দিচ্ছে।

2. এই সেতু হবে ১.৩১৫ কিলোমিটার লম্বা, এর উচ্চতা হবে ৩৫৯ মিটার, যা আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি উঁচু।

3. কাতরা ও বানিহালের মধ্যে সংযোগ স্থাপনকারী রেলপথেই থাকবে এই সেতু। এটি উধমপুর-শ্রীনগর-বারামুলা সেকশনের অংশ।

4. যেহেতু এটির উচ্চতা অত্যন্ত বেশি, তাই এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হবে DRDO-কে।

5. এই প্রজেক্টের মোট খরচ ১২০০০ কোটি টাকা।

6. এই সেতু তৈরির জন্য প্রত্যেকদিন ১৪০০ লোক কাজ করছে। ২০১৯-এর মার্চ মাসে এই সেতু নির্মাণ সম্পূর্ণ হবে।

7. একটা প্রত্যন্ত জায়গায় স্টিলের তৈরি এই ব্রিজ নজিরবিহীন বলে জানিয়েছে ব্রিটেন।

8. এই এলাকায় যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ ছিল, তাই সেতু নির্মাণের আগে ২২ কিলোমিটার রাস্তা তৈরি করতে হয়েছে।

9. সেতুটির নিরাপত্তায় আকাশপথে সিকিউরিটি দেওয়া হবে।

10. ট্রেন ও যাত্রীদের উপর নজর রাখতে অনলাইন মনিটরিং-এর ব্যবস্থা করা হচ্ছে।

11. এই সেতুর সঙ্গে থাকবে ফুটপাথ ও সাইকেল চালানোর রাস্তা।

12. বায়ুর গতিবেগ বুঝতে সেন্সর লাগানো থাকবে সেতুতে। ৯০ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইলেই থামিয়ে দেওয়া হবে ট্রেন, জ্বলে উঠবে লাল সিগন্যাল।

13. ইন্সপেকশন ও মেরামতের জন্য সেতুর উপর দিয়ে থাকবে রোপওয়ের ব্যবস্থা।

14. স্টিল দিয়ে এই সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই ধাতুই পারে মাইনাস ২০ ডিগ্রিতেও ঠিক থাকতে ও ২৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার বেগ সহ্য করতে।

15. এ সেতু তৈরি করতে ২৪০০০ টন স্টিল লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.