উন্নয়নে সক্রিয় পদক্ষেপ নিক ভারত, চাইছে গোটা বিশ্ব : মোদী

গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের পদক্ষেপের দিকে। বিশ্বের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিক ভারত, চাইছে বিদেশী রাষ্ট্রগুলি। এই আশা পূর্ণ করবে ভারত, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যসভায় নিজের জবাবি ভাষণে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন বিশ্বের উন্নয়নে যে ভূমিকা ভারত নিতে পারে, তা অনেক দেশই নিতে পারবে না। ভারতের মধ্যে সেই সম্ভাবনা ও ক্ষমতা রয়েছে। ভারতের উদ্যমী ও উৎসাহী যুবশক্তি সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। গোটা বিশ্ব বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছে। সেই পরিস্থিতিতে ভারতের ওপর নজর রয়েছে গোটা বিশ্বের।

মোদী বলেন বিশ্বের উন্নয়নে ও মানব সভ্যতার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে হবে ভারতকে। এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নাম উজ্জ্বল করার জন্য। সেই সম্ভাবনা রয়েছে দেশের যুবকদের। তাঁদের এগিয়ে আসার অপেক্ষা করছে দেশ। ভারত সম্ভাবনার দেশ। সুযোগ রয়েছে, তার সদ্ব্যবহার প্রয়োজন বলে এদিন জানান প্রধানমন্ত্রী।

এদিন নিজের বক্তব্যে কৃষকদেরও আশ্বস্ত করেন মোদী। তিনি বলেন এমএসপি ছিল, এমএসপি আছে ও এমএসপি থাকবে। কৃষকদের এই নিয়ে দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই।

ভবিষত্যেও এমএসপি তুলে দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই বলে জানান প্রধানমন্ত্রী।
এদিন তিনি জানান, নূন্যতম মূল্যে রেশন তুলে দেওয়া হবে গরীবদের হাতে। মান্ডিগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তাই কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই। কেন্দ্র কৃষকদের পাশেই রয়েছে।

সোমবার রাজ্যসভায় তিনি বলেন, ‘‘গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলছেন। মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন। গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলছেন মানুষ তা বিশ্বাস করে না। ভারত শুধু বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র নয়। গোটা বিশ্বের গণতন্ত্রের জননী ভারত।’’

সংসদের রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে বিরোধীরা। তারপর ভাষণ শুরু করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিরোধীদের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। এদিন গণতন্ত্র নিয়ে বিরোধীদের আক্রমণের পাল্টা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি। যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়া প্রয়োজন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.