ভারতে আয়োজিত হতে চলেছে ‘মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫’। নিঃসন্দেহে এই খবর ভারতবাসীদের জন্য খুশির খবর। আর এই খুশির খবর ভারতবাসীর সঙ্গে শেয়ার করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, আইসিসি বোর্ড সাব কমিটির তত্ত্বাবধানে হওয়া বৈঠকে পুরো বিডিং প্রসেসটি সম্পন্ন হয়েছে।
আইসিসির তরফে মূলত ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে হতে চলা আইসিসি ইভেন্টগুলোর আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাতেই জানানো হয়েছে যে, ২০২৫ সালের মহিলা ওয়ানড বিশ্বকাপ ভারতে হবে। অপরিদকে, যেখানে বাংলাদেশে হবে ২০২৪ সালে এবং ইংল্যান্দডে হবে ২০২৬ সালে।
এই প্রসঙ্গে খুবই আনন্দের সুরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “আমরা ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে মুখিয়ে ছিলাম। আমরা আনন্দিত যে আমরা বিডিংয়ের মধ্যে দিয়ে এই রাইটস পেয়েছি। ২০১৩ সালে ভারত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল। তারপর দেশের ক্রিকেটে একাধিক পরিবর্তন এসেছে। তারপর থেকেই দেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেড়েছে। বিসিসিআই আইসিসির সঙ্গে একজোটে কাজ করবে। আইসিসির সমস্ত যোগ্যতামান পূরণ করবে”।