কি শুরু হয়েছে রাজ্যে

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় cowin এর বদলে benvax নামক একটা পোর্টাল এ রেজিষ্টার করিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আর benvax থেকে যে সার্টিফিকেট বেরোচ্ছে সেখানে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর ছবি থাকছে, প্রধানমন্ত্রীর বদলে।
এতে আমার কোনো আপত্তি নেই, মানুষ ভ্যাকসিন পাওয়া নিয়ে কথা, রাজনীতির লোকরা রাজনীতি করুক গে।
কিন্তু ভুল ভাঙলো আজ। আমি আমার ফেসবুকের কিছু বন্ধুর আপলোড করা ওই রকম সার্টিফিকেট নিয়ে তার যে QR code, সেটা validate করতে গেলাম Govt of India র কো উইন এ। দেখলাম সোজা দেখিয়ে দিলো “INVALID CERTIFICATE”
QR code ta basic QR scanner দিয়ে স্ক্যান করতে চলে এলো একটা টেক্সট verification without anyone’s authentication, যেটা আমিও বানাতে পারি 2 মিনিটে।

তার মানে এই দাড়ালো যে এই ভ্যাকসিন গুলো cowin এ রেজিষ্টার ই করা হয়নি। এই ভ্যাকসিন এর কাউন্ট গুলো দেশের ভ্যাকসিন কাউন্টের সাথে অ্যাড হয়নি, আর কেউ দায়িত্ব নেয়নি এটা authenticate করার যে ভ্যাকসিন গুলো আসল ভ্যাকসিন ই দেওয়া হয়েছে।
তার চেয়েও জটিল একটা ব্যাপার হলো, এই সার্টিফিকেট গুলো তে ভারতীয় বিদেশ মন্ত্রকের অনুমোদন নেই, তার মানে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও এগুলো প্রমাণ হিসেবে নেওয়া হবে না। বিদেশ যাত্রা তো ভুলে যান।

সামান্য একটা ছবি পাল্টানোর জন্যই যদি এত কিছু করা হতো, তাহলে সিম্পলি back-end থেকে একটা রেকর্ড cowin এ অ্যাড করে সেই QR Code টা কপি করে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সার্টিফিকেট এ রেখে দিলেই সার্টিফিকেট টাও জেনুইন হতো, ভ্যাকসিন এর ডিটেইলস ভারত সরকারের কাছেও থাকতো আর সার্টিফিকেট টাতে ছবিও পাল্টে যেত। শুধু ছবি পাল্টানো উদ্দেশ্য হলে সেটা না করে কানো এরকম সম্পূর্ণ unauthentucated একটা প্রসেস ফলো করা হলো তা আমার জানা নেই।
শুধু এটা জানি, এই সার্টিফিকেট এর কোথাও কোনো ভ্যালু নেই আর কেউ authenticate করেনি যে সার্টিফিকেট এ যা লেখা আছে সেটা আসল, ভ্যাকসিন টা আসল। এরকম unauthenticated সার্টিফিকেট যে কেউ 5 মিনিটে MS Word এ বানাতে পারে।
যাদের যাদের এরকম সার্টিফিকেট আছে তারা cowin এ গিয়ে certificate verification করলেই সত্য টা জানতে পারবেন।
প্রসঙ্গত: ভারত সরকার গতকাল থেকে ভ্যাকসিন সার্টিফিকেট, বিদেশ যাত্রার জন্য পাসপোর্ট এর সাথে লিংক করার প্রসেস চালু করেছেন। এই certificate গুলো সেটা করতে পারবে না।

Collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.