জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের অংশ নয়! ম্যাপ প্রকাশ করে চরম বিতর্কে টুইটার

টুইটার (Twitter) ও কেন্দ্রের মধ্যে বিরোধ কমার কোনো নাম নেই । একের পর এক বিরোধ লেগেই আছে। এবার ভারতের মানচিত্রই বদলে ফেলল টুইটার! এই সোশ্যাল মিডিয়ার একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের অংশ নয়! একেবারে আলাদা দেশ! যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক।

সরকারি সূত্রের দাবি, ওয়েবসাইটে টুইটার (Twitter) ভারতের যে ম্যাপ দেখাচ্ছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত নেই। অভিযোগ উঠেছে টুইটার তাদের নিজস্ব ওয়েবসাইটে জম্মু -কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক দেশ হিসাবে দেখিয়েছে। টুইটারের ক্যারিয়ার পেজ, Tweep Life বিভাগে একটি বিশ্বের ম্যাপ রয়েছে। এই মানচিত্রে ভারতও রয়েছে তবে ভারতের মানচিত্রটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

তবে এটাই প্রথমবার নয়, গতবছর অক্টোবর মাসে মানচিত্র বিকৃতকরণের অভিযোগ সামনে এনেছিল ভারত। । মূলত তখন লে’র জিওট্যাগে জায়গাটি চিনের অংশ বলে উল্লেখ করা হয়েছিল টুইটারের তরফ থেকে। টুইটারের সিইও জ্যাক ডোরসেকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় সরকার ভারতের ম্য়াপকে এভাবে ভুলভাবে উপস্থাপিত করার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। টুইটারের কাছে কেন্দ্রীয় সরকার জানতে চেয়েছিল, কেন এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে না? পরে অবশ্য টুইটার সেই ভুল শুধরে নিয়েছিল।

এমনিতেই নয়া তথ্য প্রযুক্তি আইন (IT Rules) নিয়ে ভারত সরকার এবং টুইটারের তরজা অব্যাহত। সরকারের দাবি, ভারতে ব্যবসা করতে গেলে, দেশের আইন মেনে চলতে হবে টুইটারকে। থাকতে হবে একজন নোডাল অফিসার। দেশেই রাখতে হবে সোশ্যাল মিডিয়ার ডেটাবেস। আর এতেই বেঁকে বসে টুইটার।সোশ্যাল মিডিয়ার এই গাইডলাইন নিয়ে বিতর্কের রেশ শেষ হতে না হতেই আবার প্রশ্নের মুখে টুইটার। যদিও এ নিয়ে টুইটারের তরফে কোনো কিছু জানানো হয়নি।

শুধু টুইটার নয়, পাশাপাশি উইকিপিডিয়াকেও সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। মূলত দেশের সীমান্ত সংক্রান্ত ব্যাপারে একটি বিশেষ পাতাকে নিয়েই আপত্তি তুলেছে ভারত। এটিকে মুছে ফেলার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতের পাশাপাশি, আমেরিকার ম্যাপও বিকৃত করেছে টুইটার। এমন অভিযোগও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.