কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার, আবহাওয়ার উন্নতি হচ্ছে লাদাখেও। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা উর্দ্ধমুখী, আগামী ১০ দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীর উপত্যকা থেকে দিনের বেলায় জাঁকিয়ে শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়েছে। লাদাখে এখনও ঠাণ্ডার প্রকোপ রয়েছে, লেহ শহরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০.৪ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৩.৪ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ১৮.৫ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
2021-02-11