ভারত-চিন সীমান্তে উত্তেজনা যখন আকাশ ছুঁয়েছে ঠিক সেই সময়ে ভারতীয় বায়ুসেনা (Indian Air force) ঘোষণা করলো যে তারা এবার চিনের বিরুদ্ধে যে কোন মুহূর্তে লড়াই করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনা চিফ আরএসকে ভাদুরিয়া (RSK Vaduria) মঙ্গলবার প্রেস কনফারেন্সে এমনটাই জানান। এদিন তিনি বলেন “ক্রমাগত হুমকির সম্মুখীন হওয়া একটি দেশের পক্ষে খুবই লজ্জাজনক। আমরা সম্পূর্ণরূপেই প্রস্তুত চীন যেকোনো রকম চ্যালেঞ্জ স্বীকার করার জন্য এবং যেকোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত”। তিনি আরো বলেন, “মুখোমুখি যুদ্ধ করার জন্যে ভারতীয় বায়ুসেনা প্রস্তুত, এবং এখানে এই প্রশ্ন কখনোই ওঠার কথাই নয় যে তারা আমাদের থেকে বেশী শক্তিশালী। চিন যদি পাকিস্তানকে ব্যবহার করে ভারতের ওপর কোনও আঘাত হানার চেষ্টা করে তাহলে তার ভারত মুখমুখি হওয়ার জন্য একেবারে প্রস্তুত। ভারতের মূল্যায়ন অনুযায়ী দিনের ক্ষমতা যদি সঠিক হয় তাহলে আমাদের কি করনীয় থাকবে।”
এদিন তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের প্রতিদ্বন্দী দেশের ক্ষমতা সম্পর্কে কোনরূপ অবমূল্যায়ন করা হচ্ছে না বলেই তথ্যপ্রযুক্তি গত দিক থেকে সেনাবাহিনীর ওপর এতকিছু বিনিয়োগ করা হচ্ছে। তবে এইদিনের বক্তব্য অনুযায়ী আকাশপথে যুদ্ধ করবার জন্য চিনের কাছে যেসব ড্রোনগুলো আছে তার পাল্লা ভারতের মিসাইল অপেক্ষা খুব একটা বেশি নয়। এই মুহূর্তে ফ্রান্সের কিছু যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে আর এইগুলো আছে বলেই যেকোনো পরিস্থিতিতে ভারত চিনের মুখোমুখি হতে সক্ষম। তিনি আরও বলেন, “ভারতের কাছে এই মুহূর্তে যে ড্রোনগুলো রয়েছে তা চিনের মোকাবিলা করার জন্য একেবারেই সক্ষম, আর এরপর ভারত ইউএসবেস জেনারেল অটোমিক্স-এর কিছু অস্ত্রশস্ত্র কিনবে। সীমান্তে প্রতিকূল পরিবেশে কিভাবে খাপ খাইয়ে কিভাবে চীনাদের মুখোমুখি হওয়া যায় সেই বিষয়ে সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে। যার ফলস্বরূপ ভবিষ্যতে একটি এই ধরনের প্রতিকূল পরিবেশে শত্রু দেশের মুখোমুখি হওয়ার জন্য বিশেষ সমাধান সূত্র থাকবে।”