ত্রিপুরায় বিজেপি জোট সরকারের সহযোগি আ ইপি এফ টি প্রধান অভিযোগ করেছেন জেলার পার্বত্য অঞ্চলে টাকার বিনিময়ে ভোট কিনছে স্বয়ং রাজ্যে কংগ্রেসের প্রধান। তিনি কংগ্রেসের প্রধান প্রোদ্যোৎ কিশোর দেববর্মার গত মাসের ২২ তারিখে সই করা ১ লাখ টাকার চেক প্রমান হিসাবে তুলে ধরেন।
উল্লেখ্য আই পি এফ টি প্রধান এন সি দেববর্মা ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী। আইপিএফটি রাজ্যে বিজেপির জোট সঙ্গী হলেও তারা লোকসভা ভোটে পৃথকভাবে লড়ছে। তিনি আরো অভিযোগ করেন যে প্রোদ্যোৎ কিশোর রাজ্যে বিভিন্ন জন গোষ্ঠীগুলির মধ্যে লড়াই বিভেদ ও বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। ‘পুইলা জাতি এলো পার্টী’ এই অহ্বানের মাধ্যমে কংগ্রেস রাজ্যের পার্বত্য ও সমতলের মানুষদের মধ্যে বিভেদের বিষ ছড়াচ্ছেন বলেও জানান।
যদিও কংগ্রেসের সহ সভাপতি তাপস দে এই অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন ঐ চেক অন্য কারনে দেওয়া হয়েছে। তিনি বলেন আই পি এফ টি প্রধান নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে এমন মন্তব্য করছেন যার কোনো ভিত্তি নেই। শ্রী দে আরো বলেন তারা ত্রিপরাল্যান্ড স্লোগান নিয়ে বিধানসভা ভোটে জিতেলেও বিজেপি জোট সরকারে মন্ত্রী হয়ে সেসব নিয়ে কোনো কথা বলছেন না।