বৈষ্নদেবী মন্দিরের তীর্থ যাত্রীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই কারণে দিল্লি- কাত্রা রুটের বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা দুর্গাপূজোর আগে শুরু করতে প্রস্তুত বলে রেল ও শিল্প বানিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বুধবার জানিয়েছেন।
পীযূষ গোয়েল তার নিজস্ব টুইটার থেকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও মঙ্গলবার জানিয়েছেন রেলের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব।
তিনি আরও জানিয়েছেন, সকল তীর্থযাত্রীদের কাছে এটি একটি সুখবর তাছাড়াও আমরা আমাদের ব্যস্ততম রুটগুলো আরও উন্নত করার জন্য কাজ করছি। এছাড়াও দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়া রুটের জন্য এই ট্রেন পরিষেবা ২০২১ সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলেও জানিয়েছেন।
এই হাই স্পিড ট্রেনে এই মুহূর্তে কেবলমাত্র চেয়ার কার সার্ভিস যাত্রীদের দেওয়া হবে বলেও জানানো হয়েছে এছাড়াও এই দ্রুত গতি ট্রেন চলাচলের ফলে দিল্লি ও কাত্রা রুটের সময় আর ফলে আরও কমিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে।
বিনোদ কুমার যাদব আরও জানিয়েছেন, ৪০ টি বন্দে ভারত এক্সপ্রেস ২০২২ সালের মধ্যে আনা হবে। এই নিয়ে কাজ হচ্ছে। সব বিষয়ে মধ্যে স্বচ্ছতা রেখে এই প্রকল্প মেক ইন ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা হবে।বন্দে ভারত এক্সপ্রেস প্রথম আনা হয় দিল্লি-বারাণসী রুটে।