উত্তর প্রদেশ সরকারের কঠোর পরিশ্রম ৮৫ হাজার জীবন বাঁচিয়েছে : প্রধানমন্ত্রী

কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতিতে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে উত্তর প্রদেশ সরকার। আর কঠোর পরিশ্রমের জন্যই ৮৫ হাজার মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে যোগী আদিত্যনাথ সরকার। শুক্রবার উত্তর প্রদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং মারফত ‘আত্ম নির্ভর উত্তর প্রদেশ রোজগার অভিযান’-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, যতদিন না পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ‘দুই গজ দূরি’ বজায় রাখতে হবে এবং মুখে মাস্ক অবশ্যই পরতেই হবে
এরপর প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশের তুলনায় উত্তর প্রদেশ অনেকটাই বড়। কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে রাজ্য সরকারের কঠোর পরিশ্রমের প্রেক্ষিতে আমরা বলতেই পারি, এই রাজ্য ৮৫ হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। করোনা-সঙ্কটের সময় সাহস দেখিয়েছে উত্তর প্রদেশ, যেভাবে করোনার বিরুদ্ধে লড়েছে, তাতে সাফল্য অর্জন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর প্রদেশের ২৪ কোটি জনগণকে আমি প্রশংসা করতে চাই। চিকিৎসক, পারামেডিক কর্মী, সাফাই কর্মী, পুলিশ, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী, ব্যাঙ্ক এবং পোস্ট অফিস কর্মী, পরিবহণের সঙ্গে যুক্ত কর্মী প্রত্যেকেই প্রশংসার যোগ্য।

অন্য রাজ্য উত্তর প্রদেশকে দেখে শিক্ষা নিখ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, যোগী সরকার যেভাবে করোনার বিরুদ্ধে লড়াই করেছে, এবং সঙ্কটকে সুযোগে পরিণত করার কাজ করেছেন, তা দেখে শিক্ষা নেওয়া উচিত অন্য রাজ্যের। মুখ্যমন্ত্রী ও তাঁর টিম অভূতপূর্ব প্রচেষ্টার মাধ্যমে লক্ষ লক্ষ শ্রমিকদের অন্য রাজ্য থেকে নিজ রাজ্যে ফিরিয়ে এনেছেন।

সাবধান করলেন প্রধানমন্ত্রী, করোনার বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে

কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম এখনও থামেনি। তাই জনগণকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, যতদিন না পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ‘দুই গজ দূরি’ বজায় রাখতে হবে এবং মুখে মাস্ক অবশ্যই পরতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.