১৬ জন বিদেশি তাবলীগ জামাত (Tablig jamat) সদস্য সমেত মোট ৩০ জনকে গ্রেপ্তার করলো প্রয়াগরাজ পুলিস। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা নিজেদেরকে লুকিয়ে রেখেছিলেন। তাতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। গ্রেপ্তার হওয়া সকলেই দিল্লীর (Delhi) নিজামুদ্দিন মার্কাজের সম্মেলনে যোগ দিয়েছিলেন। তারপরেই তাঁরা প্রয়াগরাজে লুকিয়ে ছিলেন। পুলিস পরে তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠায়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরেই তাদের গ্রেপ্তার করা হলো। আজ তাদের আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ওই বিদেশি তাবলীগ জামাত সদস্যদের মধ্যে ৭ জন ইন্দোনেশিয়া এবং ৯ জন থাইল্যান্ডের নাগরিক। তাঁরা সকলেই দিল্লীর নিজামুদ্দিনের (Nizamuddin) সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে থেকে ফিরেই এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক মহম্মদ সাহীদের বাড়িতে লুকিয়ে ছিলেন। ওই অধ্যাপক নিজেও তাবলীগ জামাতের সম্মেলনে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরেই স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি। এছাড়াও ছাত্র-ছাত্রীদের পড়িয়েছেন তিনি। এসব কিছুই গোপন করেছিলেন তিনি। তারফলে বহু মানুষের জীবন-মরণ সমস্যা দেখা দিতে পারতো। ফলে খোঁজ পাওয়ার পরেই সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেই পর্ব শেষ হতেই তাকে গ্রেপ্তার করলো পুলিস।