বৃষ্টি, ভূমিধস ও বন্যা এই তিন কারণের জন্য অসম পুরোপুরি বিধ্বস্ত। হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভূমিধস দেখা দিয়েছে রাজ্যের ১২ টি গ্রামে। ইতিমধ্যেই, নিখোঁজ হয়ে গিয়েছেন তিনজন কাছাড় জেলা থেকে। তিনজনের মধ্যে একজন শিশুও রয়েছে বলে খবর।
ওদিকে, শনিবার হাফলং এবং ডিমা হাসাও জেলায় বন্যার কবলে পড়ে তিনজন মারা যান। তাদের মধ্যে ছিল একজন মহিলা। ইতিমধ্যেই, বন্যার জল প্রবেশ করে ফেলেছে রেললাইন, সেতু ও রাস্তায়। ত্রাণে নেমেছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ও দমকল। সরকারি পরিসংখ্যান মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫৭ হাজার মানুষের জীবন বন্যায় বিপন্ন হয়েছে। বন্যার কবলে পড়েছে ২২২ টি গ্রাম। ওদিকে, জলের নিচে চলে গিয়েছে ১০৩২১.৪৪ হেক্টর কৃষিজমি। সাধারণ মানুষ নিজেদের গবাদিপশুর মৃত্যুর আশঙ্কা করছেন।
জানা গেছে, বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছেন দিটোকছেড়া রেল স্টেশনে, ধস ও বন্যার কারণে। বায়ুসেনা ১১৯ জন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় শিলচরে। প্রবল বৃষ্টিতে রাস্তা ও সেতুর ক্ষতি হয়েছে লখিমপুর, হোজাই এবং নওগাঁও জেলায়।
2022-05-18