পাসপোর্ট বা টেলিফোন বিলের মত ডকুমেন্ট না থাকলেও ঠিকানা আপডেট হবে আধারে

বর্তমানে প্রায় সমস্ত কাজেই লাগে আধার কার্ড। কোনও কারণে ঠিকানা বদল হলে তাই আধার কার্ডটি আপডেট করে নেওয়া জরুরি। নাহলে অনেক অসুবিধায় পড়তে হতে পারে।

সাধারণত কাছের কোনও আধার কেন্দ্রে গিয়ে বা অনলাইনে নথি দিয়ে নতুন ঠিকানা আপডেট করতে হয়। তবে যদি আপনি সদ্য বিয়ে বা অন্য কোনও সূত্রে ঠিকানা বদলে থাকেন, তাহলে কাছে প্রয়োজনীয় নথি নাও থাকতে পারে। অর্থাৎ নতুন ঠিকানায় গিয়েই হয়ত ইলেকট্রিক বিল, পোস্টপেড বিলের মত প্রুফ নাও থাকতে পারে। নতুন সিস্টেমে সেরকম কোনও নথি না থাকলেও আধার আপডেট করতে কোনও অসুবিধা হবে না।

UIDAI-এর তরফ থেকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ”একজন অ্যাড্রেস ভেরিফায়ারের সাহায্য নিয়ে এই আপডেট করা যেতে পারে। সঙ্গে অ্যাড্রেস ভ্যালিডেশন লেটারের জন্য অনলাইনে একটা আবেদন করতে হবে।” যারা সদ্য ঠিকানা বদলেছেন, তাদের জন্য এটি খুবই সুবিধাজনক। শুধু আপনার দরকার একজন অ্যাড্রেস ভেরিফায়ার। হতে পারে আপনার কোনও বন্ধু, আত্মীয়, বাড়িওয়ালা বা প্রতিবেশী।

এই প্রক্রিয়ার জন্য তিনটি শর্ত রয়েছে:

১. যিনি আবেদন করছেন ও যিনি অ্যাড্রেস ভেরিফায়ার দু’জনেরই আধারের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টারর্ড থাকতে হবে।
২. দু’জনেই একটি ওটিপি পাবেন ফোনে।
৩. অ্যাড্রেস ভেরিফায়ার আবেদনকারীর ঠিকানা প্রমাণের জন্য সমর্থন করবেন আবেদনকারীকে।
আধার আপডেট করার জন্য পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট/পাস বুক, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, জলের বিল, টেলিফোন বিল, বীমা পলিসির কাগজ ব্যবহার করা যাবে।

কিন্তু এইসব নথি না থাকলে কি করবেন:

UIDAI ওয়েবসাইটে যান। ‘My Aadhaar’ মেনুতে গিয়ে ‘Address Validation Letter’ -এর জন্য আবেদন জানান। সেই পেজ খুললে ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

মোবাইল থেকে সেই ওটিপি নিয়ে লগ-ইন করতে হবে। এরপর সেখানে অ্যাড্রেস ভেরিফায়ারের সব ডিটেল দিতে হবে। দিতে হবে তাঁর আধার নম্বর। এরপর অ্যাড্রেস ভেরিফায়ার একটি এসএমএস পাবেন। সেখানে থাকা একটি লিংকে ক্লিক করতে হবে ওই ভেরিফায়ারকে। এরপর আরও একটি এসএমএস পাবেন তিনি। তাতে থাকবে ওটিপি। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।

ভেরিফাই হয়ে গেলে আপনি একটি Service Request Number পাবেন।সেটি দিয়ে লগ ইন করতে হবে। এপর ভাষাও পরিবর্তন করা যেতে পারে। তারপর সাবমিট করতে হবে।

এরপর একটি ‘Address Validation Letter’ ও একটি সিক্রেট কোড যাবে ভেরিফায়ারের ঠিকানায়। এবার ফের ‘SSUP’ ওয়েবসাইটে ঢুকে ‘Proceed to Update Address’ লিংকে ক্লিক করতে হবে। ‘Update Address via Secret Code’ অপশনে গিয়ে ‘Secret Code’ দিয়ে নতুন ঠিকানা দেখে নিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলেই আপনার আধার আপডেত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.