সামাজিক প্রতিষেধক করোনার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। করোনার বিরুদ্ধে গণ আন্দোলনের প্রতীক হচ্ছে এই সামাজিক প্রতিষেধক।বৃহস্পতিবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এন্ড সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স এর বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: হর্ষবর্ধন। নিয়মিত হাত ধোয়া, দুই গজের দূরত্ব বিধি মেনে চলা, নিয়মিত মাস্ক পরলে মানুষের জীবনকে রক্ষা করা যাবে। আর সরকারেরও সেটাই উদ্দেশ্য।এদিনের সভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জানিয়েছেন, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এই বার্তাগুলোকে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে গিয়েছে। এই বিধি মেনে চললে চলতি বছরের মধ্যেই আমরা করোনাকে পরাজিত করতে পারব। করোনা সংকটের মধ্যেও রক্তদান শিবিরের আয়োজন নিয়মিত করা উচিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। তার মতে এই পরিস্থিতির মধ্যেও রক্তের চাহিদা যাতে পূরণ হয় সেই লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে।
2020-10-16