করোনা ভাইরাসের (corona virus)সংক্রমণের মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেওয়ার কথা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । পাশাপাশি তিনি জানিয়েছেন, করোনার টিকা তৈরির লক্ষ্যে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করছে আমেরিকা। এদিন টুইটারে ট্রাম্প লিখেছেন, ”আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমেরিকা ভারতে আমাদের বন্ধুদের জন্য ভেন্টিলেটর পাঠাবে। এই মহামারির সময় আমরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। আমরা প্রতিষেধক তৈরির কাজেও একে অপরকে সাহায্য করছি। আমরা একসাথে এই অদৃশ্য শত্রুকে হারিয়ে দেব।” পরে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ”আমি কিছুদিন আগেই ভারত থেকে এলাম। আমরা একে অপরকে সাহায্য করে এগিয়ে চলেছি। আমেরিকাতেও বহু ভারতীয় থাকেন। তাঁদের অনেকই প্রতিষেধক তৈরির কাজ করছেন। সবাই বড় মাপের গবেষক ও বিজ্ঞানী।”
মার্কিন রাষ্ট্রপতি বলেন, “আমরা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করছি। কারণ, ভারত আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করছে। আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভাল বন্ধু।” প্রসঙ্গত, করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের নাম উঠে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.) এই ড্রাগ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় হুমকি দিয়েছিলেন ক্ষুব্ধ ট্রাম্প। তার ২৪ ঘণ্টার মধ্যে ড্রাগ রফতানি করতে রাজি হয় ভারত। রাতারাতি সিদ্ধান্ত বদল করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন রাষ্ট্রপতি। এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করার বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।