১০ বছরের ভারতীয় বংশোদ্ভূত মেয়েটি আমেরিকার হাসপাতাল, নার্সিংহোমগুলোতে কাজ করা নার্সদের নিজের হাতে বানিয়ে দিয়ে আসত কুকিজ। দমকল কর্মীদের নিজের হাতে দিতে ফুল, আর সারা দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীদের বানিয়ে পাঠাতো রংবেরঙের কার্ড। করোনা যুদ্ধে সবার পাশে থেকে, সবার মনোবল বাড়ানোর জন্য গত ৪০ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে বাচ্চা মেয়েটি। এবার সেই শ্রাব্য আন্নাপারেড্ডকে বিশেষ সম্মান দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার মেরিল্যান্ডের এক স্কুলের ছাত্রী এই মেয়েটি গার্লস স্কাউটের সদস্য। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং মেলানিয়া ট্রাম্প শুক্রবার করোনা মোকাবিলায় প্রথম সারিতে লড়া বেশ কিছু মানুষকে সম্মানিত করলেন। তিনি বলেন এই সময় মানুষের এই ঐক্যবদ্ধ সংগ্রাম মানুষের কাছে মূল্যবান । সারাদেশেই এই সব মানুষের কাছে কৃতজ্ঞ থাকবে। আমেরিকা চিরকাল যে শান্তি এবং একতার পথে চলেছে। সমস্ত মানুষ সেই ধারাকে বহন করে নিয়ে চলেছে। এই জন্যই এদের সম্মানিত করা ! শ্রাব্যর মতই আরেক গার্ল স্কাউট লায়লা খান। প্রায় ১০০ বাক্স কুকিজ আশেপাশের ডাক্তার নার্স এবং দমকল কর্মীদের বিলি করেছে এরা । এর সঙ্গে ২০০টি কার্ডও বিলি করেছে তারা। এরকম আরেকটি মেয়ে অ্যামি ফোর্ড ।
গত ৪২ দিনে বারোটা শিফটে হাসপাতালগুলোতে কাজ করেছে সে। এক মুহূর্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত বয়স্কদের হাত ছাড়েননি। সাহস দিতে তাদের পাশে থেকেছেন সবসময়। অক্লান্ত পরিশ্রম করেছেন সারাদিন। ঘুমিয়েছেন দিনে তিন থেকে চার ঘণ্টা মাত্র। তবে অ্যামি এদের মত বাচ্চা মেয়ে নয়। পশ্চিম ভার্জিনিয়ার একটি হাসপাতালে নার্স তিনি । এই মেয়েটিকে ও বিশেষ সম্মান দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের উহানে থেকে যে করোনা ভাইরাস (Coronavirus) ছড়িয়েছে সারা পৃথিবীকে কার্যত বিপর্যস্ত করে দিয়েছে তা! আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১.৪ লাখ মানুষ ! মারা গিয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ !