ভারত সফরের সুখস্মৃতি এখনও ভুলতে পারেন নি মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক ছিল করোনাভাইরাস এবং আমেরিকার আরও কিছু আভ্যন্তরীন বিষয় নিয়ে। তার মধ্যেই উঠে এল ভারত এবং মোদী প্রসঙ্গ। বৈঠকে নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, ভারতে আমরা খুব ভাল সময় কাটিয়েছি। মোদী আমার খুব ভাল বন্ধু। শুধু তাই নয় তিনি তাঁর নিজের লোকেদেরও বন্ধু।
মোদীর সঙ্গে কাটানো সময় যে ভারি চমৎকার ছিল সে কথাও বলেন তিনি। এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথাও বলেন ট্রাম্প। তিনি বলেন মোদীর সঙ্গে তাঁর এমন কিছু কথা হয়েছে যেগুলি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসের ২৪ ও ২৫ তারিখ ট্রাম্প সস্ত্রীক ভারতে আসেন । সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ইভাঙ্কা এবং তাঁর স্বামী। প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে তাঁকে জড়িয়ে ধরেন মোদী। ঘুরিয়ে দেখান সবরমতী আশ্রম। পরে তাঁরা যান মোতেরা স্টেডিয়ামে। সেখান থেকে আগ্রা ও দিল্লি। পুরো সফরই তাঁর কাছে সুখদায়ক ছিল বলে জানান মোদী।