হিমাচল প্রদেশে রয়েছে বেড়ানোর জায়গা ‘পাহাড়ের কাশি’

হিমাচল প্রদেশের মান্ডি শহরটি বহুদিন ধরেই পর্যটনপ্রেমীদের কাছে পরিচিত। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মুদ্ধ হয়ে যাবে। দু’পাশ থেকে পাহাড় স্বাগত জানাবে আপনাকে। তাই কয়েক দিনের অবকাশ কাটানোর জন্য বেছে নিতেই পারেন এই নিরিবিলি শরটিকে। বিয়াস এবং সুকেটি নদীর সঙ্গম স্থলে এই শহর অবস্থিত।

বাংলার নবদ্বীপের মতোই এই শহরেও ছড়িয়ে রয়েছে অনন্ত মন্দির। এই কারণে, অনেকে মান্ডি শহরটিকে ‘পাহাড়ের কাশি’ নামে চেনেন। আসলে মণ্ডি একটি সুবিস্তৃত জেলা।

মান্ডিতে বেড়াতে গেলে, হাতে সময় থাকলে সিমলা ও চণ্ডীগড় থেকেও ঘুরে আসা যায় সহজেই। পাহাড়ের কোলে অবস্থিত মান্ডি শহরটি ছবির মতো সুন্দর।

মান্ডি থেকে ২৫ কিলোমিটার রিয়ালশ্বর লেক। এর জনপদ ১৩৫০ মিটার উচ্চতায় অবস্থিত। এখানে রয়েছে একটি চিরিয়াখানা– যা খুদেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনাস্ট্রি, গুরুদ্বার, মন্দির সবই রয়েছে এখানে। সেই কারণে সকল ধর্মের মানুষের কাছেই এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। রিয়ালশ্বর বেড়াতে গেলে মনে আসে প্রশান্তি, প্রাণে আসে আনন্দ।

অন্যদিকে, মান্ডি থেকে ২৪ কিলোমিটার দূরে গড়ে উঠেছে নতুন শহর সুন্দরনগর। বিয়াস নদীর জল কাজে লাগিয়ে তৈরি হয়েছে পাণ্ডু ড্যাম নামের একটি জলবিদ্যুৎ প্রকল্প। এখানকার কৃত্রিম সৌন্দর্যও মন কাড়ে ভ্রামণিকের। অর্ধনারীশ্বর মন্দির, পাঁচ ভক্তরা মন্দির, শ্যামকালী মন্দির, ভূতনাথ ইত্যাদি মন্দির মান্ডির বিশেষ দ্রষ্টব্য স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.