দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত জঙ্গি, হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু, সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে রিয়াজের ঘনিষ্ঠ সহযোগীও। মঙ্গলবার রাতে পুলওয়ামা জেলার বেইঘপোরা গ্রামে কুখ্যাত জঙ্গি, হিজবুল মুজাহিদিন অপারেশন কমান্ডার রিয়াজ নাইকুকে ঘিরে ফেলেছিল সুরক্ষা বাহিনী।


সারারাত চলতে থাকে অভিযান। বুধবার সকাল থেকেই ফের শুরু হয় গুলির লড়াই।
এরপর দুপুরে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেইঘপোরা গ্রামে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে হিজবুল মুজাহিদিন অপারেশন (Hizbul Mujahideen operation) কমান্ডার রিয়াজ নাইকু (Riaz Naiku) ও তার সহযোগী।


২০১৬ সালের ৮ জুলাই অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে বুরহান ওয়ানির মৃত্যুর পরই হিজবুল মুজাহিদিন কমান্ডারের দায়িত্ব নেয় রিয়াজ। রিয়াজের মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা। কাশ্মীর উপত্যকায় বহু সন্ত্রাসী হামলার নেপথ্যে রিয়াজের হাত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.