উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মধ্যরাতে টিনের তৈরি বিজেপির একটি দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাত ১টা নাগাদ মোহনপুরের ওই বিজেপি কার্যালয়ে এসে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বাইকে করে এসে দুষ্কৃতীরা এই বোমাবাজি করে পালিয়ে যায় বলে অভিযোগ ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের।
সোমবার সকালে বিজেপি কর্মীরা ওই দলীয় কার্যালয়ে এসে দেখতে পায়, তাদের দলীয় কার্যালয়ের টিনের দেওয়াল বেঁকে গেছে, মাটি গর্ত হয়ে গেছে । সঙ্গে সঙ্গে তারা এই বিষয়টি টিটাগড় থানার পুলিশকে জানায়।
পুলিশের কাছে বিজেপি কর্মীরা অভিযোগ করেন, মোহনপুর এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা এসে তাণ্ডব শুরু করেছে। সোমবারই বিজেপির দখলে থাকা ওই এলাকারই অন্য একটি দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে তৃণমূল কর্মীরা। তবে সেই কার্যালয় পুনর্দখল নিতে আসা তৃণমূল কর্মীদের বাঁধা দেয়নি বিজেপি কর্মীরা।
স্থানীয় বিজেপি নেতা প্রভাস বালা বলেন, “আমরা এলাকায় শান্তি চাই, কিন্তু ওরা এখনো এলাকা অশান্ত করে রেখেছে। বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে তৃণমূল আমাদের কার্যালয়ে বোমা ছুঁড়েছে। টিটাগড় থানার পুলিশকে জানিয়েছি, দেখি পুলিশ কি ব্যবস্থা নেয়।”
এই ঘটনা প্রসঙ্গে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, “ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রচারের আলোয় আসতে ওরা এই পরিকল্পনা করে নিজেরাই নিজেদের ওই টিনের তৈরী পার্টি অফিসে হামলা করেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দেখুক প্রকৃত ঘটনা কি ঘটেছে।” টিটাগড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তেজনার কথা মাথায় রেখে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।