Breaking : কাশ্মীরের স্পেশ্যাল স্ট্যাটাস রদ, লাদাখ ও জম্মু-কাশ্মীর দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল

সরকার ৩৭০ ধারা বাতিল করছে। লাদাখ অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হচ্ছে। জম্মু-কাশ্মীর নিয়ে আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে। লাদাখে কোনও বিধানসভা থাকবে না। জম্মু-কাশ্মীরে থাকবে। সেখানে প্রশাসনের শীর্ষে থাকবেন একজন লেফটেন্যান্ট গভর্নর।

এদিন বিরোধীদের হল্লায় রাজ্যসভার অধিবেশন বাতিল হয়ে যায় কিছুক্ষণের জন্য। পরে ফের অধিবেশন বসেছে। বিরোধীরা একযোগে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারই মধ্যে কোনরকমে বিবৃতি পাঠ করেন অমিত।

গত এক সপ্তাহে কাশ্মীরে ৩৮ হাজার সেনা মোতায়েন করেছে কেন্দ্র। রবিবার মধ্যরাতে কাশ্মীরের নেতারা গৃহবন্দি হয়েছেন। কাশ্মীর উপত্যকার নানা জায়গায় কার্ফু জারি করা হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

কাশ্মীরে অনেকেই ভেবেছিলেন, সরকার ৩৭০ ধারা ও ৩৫ এ ধারা বাতিল করতে চায়। কাশ্মীরে তার সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা ভেবেই আগেভাগে সেনা মোতায়েন করা হয়েছে।

এর পাশাপাশি….

আগামী মাসেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতের ‘আগ্রাসন’ নিয়ে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা জানাচ্ছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে পাকিস্তান নিজেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আটবার গোলাগুলি চালিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম।

১৩ জুলাই থেকে ৪ অগাস্টের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুজাহিদ এবং স্পেশ্যাল সার্ভিসেস কোর এবং জয়েশ ই মহম্মদের জঙ্গিরা আক্রমণ চালাচ্ছে। উরি, গুরেজ এবং তাঙ্গধের সেক্টরে নিয়মিত গোলাগুলি চলছে। ইতিমধ্যে পাকিস্তানের ন’জন মারা গিয়েছে। দিল্লি থেকে কূটনৈতিক সূত্রে খবর, পাকিস্তানের বিদেশ সচিব আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও চিনের প্রতিনিধিদের বলেছেন, ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। তাতে সীমান্তে উত্তেজনা বাড়ছে।

ভারতীয় সেনা জানাচ্ছে, গত কয়েকদিনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সমাবেশ ঘটিয়েছে পাকিস্তান। একটি সূত্রে খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে মনোবল বেড়েছে পাক সেনার। তারা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তুলতে চায়। তাদের ধারণা সেক্ষেত্রে আন্তর্জাতিক মহল কাশ্মীর নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দিল্লিকে চাপ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.