বিজেপি সরকারের মন্ত্রী হলেন কংগ্রেসত্যাগী তিন বিধায়ক

গতকালই সংবাদ মাধ্যমে এই খবর উঠে আসে যে, গোয়াতে কংগ্রেসত্যাগী চার বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় তাদের শনিবার রাজ্যে মন্ত্রীসভায় সামিল করা হতে পারে৷ বিরোধী নেতা চন্দ্রকান্ত কাওলেকরের নেতৃত্বে ১৫ কংগ্রেস বিধায়কের মধ্যে থেকে বুধবার ১০ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সঙ্গে সম্প্রতি দলে যোগ দেওয়া সদস্যরা বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারপ্রাপ্ত বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন৷ শুক্রবারে সব বিধায়করা গোয়াতে ফিরে আসেন৷

বিজেপির এক শীর্ষ আধিকারিক সূত্রের খবর অনুযায়ী, ১০ প্রাক্তন কংগ্রেস বিধায়কের মধ্যে থেকে তিনজন এবং বিধানসভার ডেপুটি স্পীকার মাইকেল লোবো শনিবার মন্ত্রীপদে শপথ নেবেন৷ তবে তিন প্রাক্তন বিধায়ক যাঁরা এই মন্ত্রীপদ পাবেন তাদের নাম জানানো হয়নি৷

এদিকে শনিবারই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের মন্ত্রীসভা থেকে বিজয় সারদেশাই, বিনোদা পালিয়েনকর, জয়েশ সালগাওকার এবং রোহন খাউন্তেকে সরানো হয়৷ আর এই চার জায়গার মধ্যে তিন জায়গায় আসবেন ওই ১০ কংগ্রেসত্যাগী বিধায়ক যাঁরা যোগ দিয়েছেন বিজেপিতে৷

সেই মতো শনিবার চন্দ্রকান্ত কাবলেকর, জেনিফার মনসেরট এবং ফিলিপ নিরি রডরিগাস এই তিনজন মন্ত্রীপদে শপথ গ্রহণ করেন৷ ছিলেন প্রাক্তন ডেপুটি স্পীকারও৷ গভর্ণর মৃদুলা সিনহার তত্ত্বাবধানে এই শপথগ্রহণ পর্বটি সম্পন্ন হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.