গতকালই সংবাদ মাধ্যমে এই খবর উঠে আসে যে, গোয়াতে কংগ্রেসত্যাগী চার বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় তাদের শনিবার রাজ্যে মন্ত্রীসভায় সামিল করা হতে পারে৷ বিরোধী নেতা চন্দ্রকান্ত কাওলেকরের নেতৃত্বে ১৫ কংগ্রেস বিধায়কের মধ্যে থেকে বুধবার ১০ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সঙ্গে সম্প্রতি দলে যোগ দেওয়া সদস্যরা বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারপ্রাপ্ত বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন৷ শুক্রবারে সব বিধায়করা গোয়াতে ফিরে আসেন৷
বিজেপির এক শীর্ষ আধিকারিক সূত্রের খবর অনুযায়ী, ১০ প্রাক্তন কংগ্রেস বিধায়কের মধ্যে থেকে তিনজন এবং বিধানসভার ডেপুটি স্পীকার মাইকেল লোবো শনিবার মন্ত্রীপদে শপথ নেবেন৷ তবে তিন প্রাক্তন বিধায়ক যাঁরা এই মন্ত্রীপদ পাবেন তাদের নাম জানানো হয়নি৷
এদিকে শনিবারই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের মন্ত্রীসভা থেকে বিজয় সারদেশাই, বিনোদা পালিয়েনকর, জয়েশ সালগাওকার এবং রোহন খাউন্তেকে সরানো হয়৷ আর এই চার জায়গার মধ্যে তিন জায়গায় আসবেন ওই ১০ কংগ্রেসত্যাগী বিধায়ক যাঁরা যোগ দিয়েছেন বিজেপিতে৷
সেই মতো শনিবার চন্দ্রকান্ত কাবলেকর, জেনিফার মনসেরট এবং ফিলিপ নিরি রডরিগাস এই তিনজন মন্ত্রীপদে শপথ গ্রহণ করেন৷ ছিলেন প্রাক্তন ডেপুটি স্পীকারও৷ গভর্ণর মৃদুলা সিনহার তত্ত্বাবধানে এই শপথগ্রহণ পর্বটি সম্পন্ন হয়৷